সেনবাগে যাত্রী ও স্টাফের মধ্যে মারামারি আহত ৩

পিবিএ,সেনবাগ (নোয়াখালী): নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাট বাজারে গাড়ীর সিটে বসা নিয়ে যাত্রী ও গাড়ীর স্টাফের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসে সুগন্ধা দ্রুতযান সার্ভিস পরিবহনের স্টাফ ও দুই যাত্রীসহ ৩জন আহত হয়েছে। এদের মধ্যে সুগন্ধা দ্রুতযান পরিবহনের হেলপার আবুল কাশেম (৫০) বাসের যাত্রী আজাদ (৪৮) ও টিপু(২৫) আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।ঘটনাটি ঘটেছে রোববার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট বাজারে।

সুগন্ধা দ্রুতযান সার্ভিস পরিবহনের যাত্রীরা জানায়, রোববার সকালে ফেনী থেকে নোয়াখালী অভিমুখি সুগন্ধা দ্রুতযান সার্ভিস পরিবহনের দুই যাত্রী ওঠে একই সিটে পাশাপাশি বসে পড়েন। এ সময় কন্টাক্টর করোনার কারণে একজনের এক সিট হিসাবে পরবর্তী সিটে বসতে বলে। কিন্তু এক সিটে বসা দুইজন একই পরিবারের বলে ওই সিটে বসে তারা সেনবাগ রাস্তা মাথা স্টফিজে নামবে বলে সিন্ধান্তে অটল থেকে ৫০ টাকা করে একশ টাকা ভাড়া প্রদান করে। কিন্তু গাড়ীর কন্টাক্টর তাদের নিকট দুইশত টাকা দাবী করে। এইনিয়ে তাদের পথিমধ্যে গাড়ীতে কথা কাটাকাটি হয়।

পরবর্তীতে তারা সকাল ১০টার দিকে নিজ গন্তব্য রাষা মাথায় নেমে যায় ও সিএনজি ছমির মুন্সির হাট বাজারে এসে গাড়ীটি ব্যারিকেট দেয়। এসময় গাড়ীর চালক, কন্টাক্টর ও হেলপার লাঠিসোঠা নিয়ে গাড়ী থেকে নেমে ওই দুই যাত্রীর ওপর ছড়াও হয়। এক পর্যায়ে যাত্রী গাড়ী লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে গাড়ীর সাইটের গ্লাস ভেঙ্গে যায়। এসময় চালক,কন্টাক্টর ও হেলপার ওই যাত্রীদের তাড়া করে আজিজপুর পোলের ওপর পৌছলে উভয়ের মধ্যে সংঘর্ষে ওই আহতের ঘটনা ঘটে।

এসময় চালক রাস্তার ওপর গাড়ী রেখে দিলে রাস্তার দুই পাশে র্দীর্ঘ যানঝটের সৃষ্ঠি হয়। পরে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়ীটি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভবিক হয়। তবে, এই নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

পিবিএ/মোঃ জাহাঙ্গীর আলম/এসডি

আরও পড়ুন...