সেনবাগে সাংবাদিক ড.আবু নাছের গ্রেফতার

পিবিএ,সেনবাগ (নোয়াখালী): নোয়াখালীতে তথ্যপ্রযুক্তি আইনে দুদকের আইনজীবীর দায়ের করা মামলায়
সিএনআই টিভি ডট কমের সম্পাদক ও প্রকাশক ড. মোহাম্মদ আবু
নাছেরকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল
৫টার দিকে উপজেলার দিলদার মাকের্টস্থ ইউনাইটেড হোমিও হল নামক
নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। ড. আবু
নাছেরের বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির পূর্ব লালপুর
গ্রামে। তিনি সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের
দায়ীত্ব পালন করছেন।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ও মামলার তদন্তকারী
কর্মকর্তা এসআই মোঃ মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত
করে জানান, ড. মোহাম্মদ আবু নাছেন সম্পাদিত অনলাইন নিউজ
পোর্টাল সিএনআই টিভি ডটকমে স্টাফ রিপোটার এইচএম আয়াত
উল্লাহ দুদকের নোয়াখালী আঞ্চলিক অফিসের ডিডি জাহাঙ্গীর আলমের
বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূনীতির সংবাদ প্রকাশ করে।

এরপর দুদুকের আইনজীবি পিপি আবুল কাশেম বাদি হয়ে গত (৪
আগষ্ট )মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় (ডিজিটাল নিরাপত্তা) তথ্য
প্রযুক্তি আইনের ২৫ এর (ক), ২৯ (১) ও ২৩ (১) ধারায় বেগমগঞ্জ থানায় ড.
মোহাম্মদ আবু নাছের ও এইচএম আয়াত উল্ধসঢ়;্যাহ বিরুদ্ধে মামলা দায়ের
করেন।মামলা নং ৪ ,তারিখ ০৪/০৮/২০২০ইং
ওই ঘটনায় মামলা দায়ের করা হলে পরবর্তীতে আবারো প্রধানমন্ত্রীর
দৃষ্টি আকর্ষণ নোয়াখালীর দুদকের কর্মকর্তা ও কর্মচারীর ঘুষ,
চাঁদাবাজি ও দুর্নীতি প্রকাশ করায় ২ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ
শিরোনামে গত ১৬আগষ্ট পের সংবাদ প্রকাশ করে।
এরপর সেনবাগ থানা পুলিশের সহযোগীতায় বৃহস্পতিবার বিকেলে
বেগমগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে সরাসরি বেগমগঞ্জ থানায়
নিয়ে যায় ।শুক্রবার তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয় ।

পিবিএ/মোঃ জাহাঙ্গীর আলম/এসডি

আরও পড়ুন...