মোঃ জাহাঙ্গীর আলম, পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ১১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল কেবিনেট নির্বাচন শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের জাতীয় সংসদ, সিটি করপোরেশ, পৌরসভা,উপজেলার ও ইউপি নির্বাচনে যে ভাবে কেন্দ্র দখল ও মারামারির ঘটনা ঘটে। কিন্তু এর ব্যাতিক্রম স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। এই নির্বাচনে কোন রকম সহসিংতা ও গোন্ডগোল ছাড়াই চরম রতিদ্বন্দ্বিতা পূর্ন নির্বাচন সম্পূন্ন হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৭ ভোটার এর মধ্যে ৩শ্রেনী থেকে ২জন, ৪র্থ শ্রেণী থেকে ২জন ও ৫ম শ্রেনী ৩ জন সদস্য নির্বাচিত হবেন।। কিন্তু ওই শ্রেনীর ৭টি পদেও বিপরিতে ভোটের প্রতিদ্বন্দ্বিতা নামেন ২০ প্রার্থী। তারা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ভোট সুষ্ঠও হচ্ছে বলে জানান। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছে ৩য় শ্রেনী মোঃ সাজু,মিফতাউহুল ইসলাম, সুরাইয়া জান্নাত, জামিনুল ইসলাম,ইমাম হোসেন, মেহেদী হাসান,৪র্থ শ্রেনী হিমেল কেনেডি, সাকিবুল ইসলাম, নুশরাত জাহান, আজাদ হোসেন, জান্নাতুল মাওয়া, শিরিন আক্তার, সপিকুল ইসলাম, সালমা আকাতার, ৫ম শ্রেনী তাওহিদুল ইসলাম,রহমান হোসেন, মিজানুর রহমান, ইশরাত জাহান, নাজমুন নাহার, সৈয়দা নুর জাহান সুলতানা।
পিবিএ/জেএ/এইচএইচ