সেনবাগে ১২দিনে করোনা সনাক্ত-৮০ জনের

পিবিএ,সেনবাগ (নোয়াখালী): নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বাস্থ্য বিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগের এক পরিসংক্ষানে দেখা গেছে গত ২৬ র্মাচ থেকে ৩১ জুলাই পর্যন্ত এই ৫ মাসে সেনবাগে করোনা রোগী সনাক্ত হয়েছিল ১৫০ জন।
অপর দিকে কোরবানীর ঈদের পর থেকে ৩ আগষ্ট থেকে ১৭ আগষ্ট পর্যন্ত এখানে করোনায় আক্রান্ত হয়েছে ৮০জন। এদের মধ্যে আছে উপজেলা নির্বাহী অফিসারসহ তার অধিনস্ত ৫জন, সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ১১ জন, সেনবাগ থানার এসআই,এএসআই সহ ৫জন, সেনবাগ হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্য সহকারী সহ ৩ জন, নির্বাচন অফিসে ১,ইউপি চেয়ারম্যান,ব্যাংকার,ব্যবসায়ী ও সাংবাদিক সহ ৮০ জন। এরমধ্যে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৫জন। ইতিমধ্যে সেনবাগে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু বরণ করেছে ১১ জন। যা নোয়াখালী জেলার মধ্যে তৃতীয় স্থাণে অবস্থান করছে সেনবাগ।

বিষয়গুলি নিশ্চিত করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান জানান, সেনবাঘের লোকজন স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় হু হু করে করোনা বিস্তার শুরু করেছে। তাই করোনা বিস্তার রোধকল্পে সকলকে বিনা প্রয়োজনে ঘরের বাহির না হতে অনুরোধ করেন।এছাড়াও একান্ত প্রয়োজনে বাড়ির বাহির হলে মাস্ক পরে বাহির হতে। পরিবারের কারো করোনার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে। এছাড়াও করো জ¦র,শর্দি,কাশি ও গলা ব্যাথা দেখা দিলে হাসপাতালে জরুরী বিভাগে ফোন করে টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে। এছাড়াও করোনা রোগীদের সংস্প থেকে দুরে থাকতে ও গণগণ হাত ধোত করতে।

পিবিএ/মোঃ জাহাঙ্গীর আলম/এসডি

আরও পড়ুন...