সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

পিবিএ,ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে শেষ চারে ভারতের মুখোমুখি পাকিস্তান। বুধবার অস্ট্রেলিয়াকে ভারত হারানোর পরেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শেষ চারের দ্বৈরথের সম্ভাবনা তৈরি হয়েছিল।

এ দিন আফগানিস্তানকে হারানোর পরে ভারত-পাক দ্বৈরথ নিশ্চিত হয়ে গেল।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি পচেফস্ট্রুমে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। গত বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ২০৩ রানে হারিয়েছিল ভারত।

আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ পাক দলের অধিনায়ক রোহেল নাজির বলে দিয়েছেন, ‘‘ভারত ভাল দল। ওদের বিরুদ্ধে ভাল ক্রিকেট না খেললে জেতার উপায় নেই। অন্য একটি ম্যাচ হিসেবেই দেখছি।’’

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ৬ ফেব্রুয়ারি একই শহরে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে আকবর আলী নেতৃত্বাধীন দলটি জায়গা করে নিয়েছে সেমিতে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস থ্রি।

পিবিএ/এএম

আরও পড়ুন...