পিবিএ,ঢাকা: সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে রাজধানীর সোয়ারীঘাটে ৯ ব্যাক্তিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের একটি দল।শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মৎস্য অধিদফতর ও র্যাব-১০ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ২০ টন জাটকা ইলিশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আরো জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশসহ যে কোনো মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও সরবরাহ ছিল নিষিদ্ধ। কিন্তু অসাধু জেলে ও ব্যবসায়ীরা এ নিষেধ অমান্য করে জাটকা মাছ ধরে সংরক্ষণ ও বিক্রি করে আসছিল।সোয়ারীঘাটে মাছের আড়তে অভিযানকালে ২০ টন জাটকা মাছ জব্দ করা হয়। জাটকা সংরক্ষণ করে বিক্রির দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য অফিসার সৈয়দ মো. আলমগীর। এছাড়া র্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।