পিবিএ ডেস্ক : ভারতের যুদ্ধ বিমান রাফায়েল ক্রয় সংক্রান্ত দুর্নীতি প্রসঙ্গে ৮ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী মন্তব্য করেছেন, ‘রাফায়েল লেনদেনে অনিল আম্বানির সংস্থাকে ৩০ হাজার কোটি টাকা না দিয়ে বরং সেই টাকা বিমান দুর্ঘটনায় নিহত পাইলটদের পরিবারের হাতে তুলে দিলে কাজে দিত।’ এই মন্তব্যের উত্তরেই ট্যুইটারে একটি ভিডিও পোস্টের মাধ্যমে ক্ষোভ উগরে দেন রাজ্যবর্ধন সিং রাথোর।
তার মতে, এই মন্তব্য করে রাহুল আদতে দেশের সামরিক বাহিনীকে অপমান করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘রাহুল আপনি দেশের মিলিটারি ব্যবস্থা সম্পর্কে কোনও ধারনাই রাখেন না। প্রতিদিন দিল্লিতে যে সাংবাদিক সম্মেলনের খেলা খেলেন, তাতে আপনি সৈনিকদের অপমান করেছেন। দেশের এই মাটিতে যারা জন্মেছেন তারা জানেন আমরা কিভাবে আমাদের সামরিক বাহিনী ও শহীদদের সম্মান করি। সৈনিকরা দেশের জন্যে লড়াই করেন, টাকার জন্যে নয়। আত্মসম্মান ও দেশের সুরক্ষার জন্যে তাদের লড়াই।’
পিবিএ/জিজি