পিবিএ,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণ কেন্দ্র শহীদ ডা. জিকরুল হক রোডের একটি দোকানে চুরির সময় হাতে নাতে আটক হয়েছে একব্যক্তি। আটক ব্যক্তির নাম মোহাম্মদ (৩৫)। সে নীলফামারীর খোকসা তেপুরডাঙ্গা এলাকার জয়নুলের ছেলে। ঘটনাটি ঘটেছে ৯ এপ্রিল (বুধবার) বিকাল সাড়ে ৫টার সময়।
জামে মসজিদের সামনের ন্যাশনাল হোমিও হলের স্বত্বাধিকারী ডা. মোহাম্মদ টিপু জানান, আসর নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার প্রাক্কালে এক ব্যক্তি আমার দোকানে আসে। কিন্তু তার চালচলন সন্দেহ জনক হওয়ায় নামাজে না গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকি যে তিনি কেন এসেছেন। কিন্তু সে কোন উত্তর না দিয়ে দোকানের দিকে একদৃষ্টে চেয়ে থাকেন। এসময় তার দিকে ভালোভাবে দৃষ্টি দেয়া চেহারাটি মনে পড়ে যায় যে, ইতোপূর্বে ৫ মাস আগে গত বছরের নভেম্বরে পাশের ব্রাইট স্টার কম্পিউটার এন্ড রিচার্জ সেন্টার দোকানের চুরির সাথে জড়িত ব্যক্তির সিসি টিভি ফুটেজে দেখা চেহারার সাথে অনেক মিল। এতে আরও কাছে গিয়ে তাকে পর্যবেক্ষণ করতে থাকি। তখন সে দ্রুত তার মুখে মুখোশ লাগিয়ে দোকান থেকে বের হয়ে ইজিবাইকে উঠে পড়ে। এতে আমার সন্দেহ আরও প্রবল হয় এবং দ্রুত তার পিছু ধাওয়া করে ইজিবাইক থামিয়ে তাকে আটক করি।
পরে আশেপাশে লোকজন উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ইতোপূর্বের চুরির কথা। এসময় জানা যায় সে আজও বিভিন্ন দোকানে গিয়েছিল চুরির সুযোগ নিতে। কিন্তু সফল না হওয়ায় শেষ পর্যায়ে নামাজে যাওয়ার সুযোগে ন্যাশনাল হোমিও হলে গিয়ে ধরা পরে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
পিবিএ/জেএইচ/হক