পিবিএ,নীলফামারী: নীলফামারীর প্রেস বাংলা এজেন্সি’র নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন কে কার চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় সৈয়দপুর শহরের বাস টার্মিনাল সংলগ্ন চামড়া গুদাম এলাকায় সৈয়দপুর-রংপুর সড়কে এ ঘটনা ঘটে।
এসময় সৈয়দপুর সোনাখুলি কামিল মাদরাসার ইংরেজীর প্রভাষক আশিকুর রহমান তার (ঢাকা-মেট্রো-গ-৩৭৩৩৬৫) এর এ্যাশ কালারের কার নিয়ে আকস্মিকভাবে সাংবাদিক জাকির হোসেন এর মোটর সাইকেলে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে সাংবাদিক জাকিরসহ সহযাত্রি সাংবাদিক শাহজাহান রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বরভাবে আহত হয়। এমতাবস্থায়ও আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।
কিন্তু কারের মালিক প্রভাষক আশিকুর রহমান এ দূর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। কার থেকে বের হয়েই প্রভাষক আশিকুর রহমান নিজেকে এক সাংবাদিকের ছোট ভাই বলে পরিচয় দিয়ে তাকে আটকানোর কারণে উল্টো দুই সাংবাদিক ও স্থানীয় লোকজনকে হুমকি ধামকি দিতে থাকে। সে দূর্ঘটনার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে বরং নানা প্রকার হম্বি-তম্বি প্রদর্শণ করে। এতে উপস্থিতরা উত্তেজিত হয়ে উঠলে সে কৌশলে কার নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, কার চালক আশিকুর রহমানকে এসময় নেশাগ্রস্থ বলে মনে হচ্ছিল। যা তার আচরণে প্রকাশ পেয়েছে। আশিকুর রহমানের স্ত্রী সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক বলে জানা গেছে। তারা কলেজ ক্যাম্পাসেই বসবাস করেন। বিষয়টি সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান কে মুঠোফোনে অবহিত করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পিবিএ/জাকির হোসেন/বিএইচ