সৈয়দপুরে বিএনপি’র কমিটি গঠনে আলোচনা সভা


পিবিএ,নীলফামারী: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনৈতিক জেলা কমিটি বিদ্যমান। জেলা কমিটিতে কিশোরগঞ্জ উপজেলাকে একিভুত করার লক্ষ্যে ২১ মার্চ বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা সভাপতি সাবেক এমপি আসাদুল হাবিব দুলু। সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র-২ শাহিন আক্তার শাহিন,কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, মহিলা , দলের নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম ও দেলোয়ার হোসেন।

সভায় সৈয়দপুর জেলা বিএনপি’র সাথে কিশোরগঞ্জ উপজেলা কমিটিকে একিভুত করে সৈয়দপুর-কিশোরগঞ্জ রাজনৈতিক জেলা কমিটি গঠণের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ স্বরূপ কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করার দাবি জানানো হয়। এছাড়া সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার যেসব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলোতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে অতিদ্রত আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এই আহ্বায়ক কমিটি অল্প সময়ের মধ্যে নতুন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করবে।

আলোচনা সভায় বক্তারা অনতিবিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন। এসময় তারা খালেদা জিয়ার চিকিৎসার জন্য দ্রুত তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের দাবিও জানান। সে সাথে আগামী দিনে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পূণ:দ্ধারের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীসহ সমর্থক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার এবং প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

পিবিএ/এমজেএইচ/এমএসএম

আরও পড়ুন...