সৈয়দপুরে রুপশী জুয়োলার্স থেকে চোরাই সোনা উদ্ধার

পিবিএ,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রোববার (২১ এপ্রিল) দিবাগত রাতে শহরের রুপশী জুয়োলার্সে অভিযান ২ ভরি চার আনা সোনা উদ্ধারর করেছে পুলিশ

নীলফামারী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রদীপ কুমার জানান, সদর উপজেলার প্রগতিপাড়ার (আলিয়া মাদ্রাসা রোড) বাসিন্দা নীলসাগর গ্রুপের পরিচালক (কৃষি) মো: আব্দুল আজিজ গত ১২ এপ্রিল নীলফামারী থানায় এজাহার দায়ের করেন। মামলাটি রেকর্ড হয় পরদিন ১৩ এপ্রিল। এজাহারে উল্লেখ করেন, বাসা থেকে ৮ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ২৭ ভরি সোনা ও নগদ ২ লাখ টাকা চুরি যায়। এনিয়ে তদন্ত করে গত ২০ এপ্রিল সোনা চুরির দায়ে সদর উপজেলার প্রগতি পাড়ার মৃত. হোদোর ছেলে লিটন (৩২) কে আটক করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে ২১ এপ্রিল রোববার সৈয়দপুর শহরের (শেরে বাংলা) সিনেমা সড়কের রুপশী জুয়েলার্সে অভিযান চালিয়ে সোয়া দুই ভরি সোনা উদ্ধার করা হয়। সেখান থেকে তাপস নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়। এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর সার্কেলের (অতিরিক্ত পুলিশ সুপার) অশোক কুমার পাল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদে আটক তাপস সরল বিশ্বাসে সোনা কিনেছেন বলে জানান। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। গভীর রাতে তাপসকে ছেড়ে দেয়ায় সৈয়দপুরের স্বর্ণ ব্যবসায়ী মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ তাদের অধিকাংশের ধারণা চোরাই সোনা কেনাসহ চুরির সাথেও তাপসের সম্পৃক্ততা রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নীলফামারী জেলা শাখার সভাপতি ও সৈয়দপুর শহরের বৌরানী জুযেলার্সের মালিক গোলাম রব্বানীর ০১৭২০২৬৩৪৮৩ নম্বরের মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
এব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান জানান, মামলাটি নীলফামারী থানায় হয়েছে। আপনারা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই প্রদীপ কুমারের সাথে যোগযোগ করেন।
মামলার তদন্তকারী এস আই প্রদীপ কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চোর লিটনের স্বীকারোক্তি অনুযায়ী রুপশী জুয়েলার্সের স্বত্বাধিকারী রমেশ কর্মকারের ছেলে তাপস কর্মকারকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে ২ ভরি ৪ আনা সোনা উদ্ধার করা হয়েছে। কিন্তু সোনা চুরির সাথে তার সম্পৃক্ততা নিশ্চিত না হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
সৈয়দপুর সার্কেলের (অতিরিক্ত পুলিশ সুপার) অশোক কুমার পাল জানান, রুপশী জুয়েলার্সের মালিক তাপস সরল বিশ্বাসে সোনা কিনেছেন। বিষয়টি প্রমানিত হওয়ায় তাকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে।

পিবিএ/জেডএইচ/হক

আরও পড়ুন...