রহমত উল্যাহ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : ফেনীর সোনাগাজীতে নুর আলম (৩০) নামে এক টমটম(অটো) চালককে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বুধবার (১৯ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মিয়াজির ঘাট ব্রীজের কাছে এই ঘটনা ঘটে। নিহত নুর আলম সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ভুইয়া বাড়ির নুর নবীর ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, বুধবার রাত সাড়ে সাতটার দিকে দিকে কুঠিরহাট দক্ষিন বাজার থেকে ভাড়া মিয়াজির ঘাট ব্রীজে যায়। সেখানে তাকে চলন্ত গাড়িতে ছুরিকাঘাত করা হয়। নুর আলম রক্তাক্ত অবস্থায় বাঁচাও বাঁচাও বলে শোরচিৎকার করেছিলেন এবং গাড়ি চালিয়ে তিনি দোকানের সামনে পড়ে যান। অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তাকে উদ্ধার করেে হাসপাতাল নেওয়ার পূর্বেই মারা যান।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে জানান, “খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পিবিএ/আরইউ/জেডআই