ডলার শক্তিশালী এবং মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হওয়ায় বিশ্ববাজারে সোনার দাম কমেছে। স্পট মার্কেটে শুক্রবার কার্যদিবস শেষে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ। খবর রয়টার্সের।
এক প্রতিবেদনে রয়টার্স জানায়, দাম কমে প্রতি আউন্সের দাম স্থির হয়েছে দুই হাজার ডলার ৪৯ সেন্টে। তবে দিনের শুরুতে এই দাম ছিল দুই হাজার ৩১ ডলার ৩১ সেন্ট। একপর্যায়ে যা ১ হাজার ৯৯৪ ডলার ৪৯ সেন্টে নেমে গিয়েছিল।
এতে সব মিলিয়ে চলতি সপ্তাহে সোনার দাম ৩ দশমিক ৪ শতাংশ কমেছে, বিগত ১০ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম।