সোনার বাংলা গড়তে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নাই

পিবিএ,নরসিংদী: প্রাইভেটাইজেশনের সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামান বলেছেন, সোনার বাংলা গড়তে হলে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নাই। আর সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ হতে হবে। একজন পরিপক্ক মানুষ হলে তারমধ্যে শিক্ষা একটি অংশ থাকবেই। একজন আদর্শ মানুষের মধ্যে যে গুনাগুনগুলো থাকে তা শিক্ষার মাধ্যমেই অর্জিত হয়।

শনিবার মনোহরদীর হাদিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে “মানসম্মত শিক্ষায় আলোকিত হই” শীর্ষক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় আরো বক্তৃতা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আসসাদিকজামান, মনোহরদী রাজিউদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা সাদিক, অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল সগীর ও প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন আহমেদ।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

পিবিএ/এসআই/হক

আরও পড়ুন...