পিবিএ,ঢাকা: সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৫ পয়সা কমেছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে আট পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৩ পয়সা। অর্থাৎ ইপিএস ১৫ পয়সা কমেছে। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২২৫ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ২২৫ টাকা ৪২ পয়সা।
ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ৪১ শতাংশ বা ১৮ টাকা ৯০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৭৬৪ টাকা ৯০ পযসায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৭৬০ টাকা ৫০ পয়সা। দিনজুড়ে এক লাখ ২৪ হাজার ৭৩৮টি শেয়ার মোট দুই হাজার ৯৭০ বার হাতবদল হয়, যার বাজারদর ৯ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৭৪০ টাকা ১০ পয়সা থেকে ৭৮২ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১৮৪ টাকা ১০ পয়সা থেকে ৮৩০ টাকায় ওঠানামা করে।
২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৫ টাকা ৯০ পয়সা।
৩০ জুন ডিসেম্বর ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য জন্য ১০ শতাংশ নগদ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের সমান। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস ছিল এক টাকা ৬৫ পয়সা ও এনএভি ২২৫ টাকা ১৯ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৫৯ পয়সা ও ২২৪ টাকা ৫৪ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ৪৪ লাখ ৭০ হাজার টাকা, যা আগের বছর ছিল ৪৩ লাখ ২০ হাজার টাকা।
উল্লেখ্য, পাট খাতের এ কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
পিবিএ/এফএস