সোনিয়া গান্ধী ফের কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত

পিবিএ ডেস্ক:প্রেসিডেন্ট হিসেবে সোনিয়া গান্ধীকে নির্বাচিত করল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। লোকসভা ভোটে কংগ্রেসের বিপর্যয়ের পর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন রাহুল গান্ধী। এরপরই অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সোনিয়া গান্ধীকে বেছে নেয় ওয়ার্কিং কমিটি। তা স্বীকার করে নেন সোনিয়া গান্ধী।

শনিবার সকালে বৈঠকে আলোচনার পরও প্রেসিডেন্ট নির্ধারণ করতে পারেনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি। প্রেসিডেন্ট পদ নিয়ে আলোচনায় বৈঠক ছেড়ে চলে যান সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। শেষ পর্যন্ত রাহুলের পদত্যাগ গ্রহণ করে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয় সোনিয়া গান্ধীকে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...