সোফি টার্নারের জন্মদিনের পার্টি মাতালেন নিক-প্রিয়াঙ্কা

sophie

পিবিএ ডেস্ক : নিক জোনাসের পরিবারের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই অনুষ্ঠান তালিকায় নতুন সংযোজন সোফি টার্নারের জন্মদিন পালন।

এদিন বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের সঙ্গে হুল্লোড়ে মাতলেন নিক ও প্রিয়াঙ্কা। বার্থডে পার্টিতে জো জোনাস ও সোফির সঙ্গে নিকিয়াঙ্কার বিশেষ মুহুর্তের সব ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সই সব ভিডিও শেয়ার করেছে যুগলের বিভিন্ন ফ্যান পেজ। এদিন প্রিয়াঙ্কাকে কালো নি-লেনথ পোশাকে দেখা যায়। নিককেও দেখা গেল ক্যাজুয়াল ওয়্যারে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...