সোমালিয়ার সামরিক ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় নিহত ৫২

somalia-air-attack-PBA

পিবিএ,ডেস্ক: সোমালিয়ার মার্কিন বিমান হামলায় অন্তত ৫২ জঙ্গি নিহত হয়েছে। সোমালিয়ার মিডল জুবা অঞ্চলে শনিবার রাতে এ হামলা চালানো হয়।

মার্কিন আফ্রিকান কমান্ড এক বিবৃতিতে জানায়, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৩৭০ কিলোমিটর দূরে দেশটির এক সামরিক ঘাঁটিতে এ বিমান হামলা চালানো হয়।

আল-শাবাবের হামলার জবাবে এই হামলা হামলা চালানো হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। কেনিয়ার হোটেলে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের হামলায় মার্কিনিসহ ২১ জন নিহত হওয়ার ঘটনার চারদিন পর যুক্তরাষ্ট্র এই হামলা চালালো।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, পুড়ে যাওয়া একটি ট্রাকের চারপাশে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...