পিবিএ ডেস্ক: সোমালিয়ার দক্ষিণাঞ্চলের একটি হোটেলে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় এ পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে কানাডীয়-সোমালি টিভি সাংবাদিক হোদান নালায়েহ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। সংশ্লিষ্ট কর্মকর্তা ও হামলা থেকে রক্ষা পাওয়াদের কয়েকজন জানিয়েছেন, শুক্রবার রাতে গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে এক আত্মঘাতী হামলাকারী কিসমায়ো বন্দরে অবস্থিত আসাসে হোটেলে ঢুকে পড়ে। গাড়িটি হোটেল ভবনের কাছে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়।
এরপরই কয়েকজন বন্দুকধারী হোটেলে ঢুকে গুলিবর্ষণ শুরু করে। হামলার সময় আসাসে হোটেলে ছিলেন ৪৩ বছর বয়সী নালায়েহ ও তার স্বামী ফরিদ। হামলায় তারা দু’জনই মারা গেছেন বলে স্থানীয় গণমাধ্যম এবং সোমালি জার্নালিস্টস এসোসিয়েশন জানিয়েছে।
ওই সময় আসন্ন আঞ্চলিক নির্বাচন উপলক্ষে ওই এলাকার রাজনীতিক ও দলীয় প্রধানরা হোটেলের ভেতর বৈঠক করছিলেন। হোটেলের নিরাপত্তা কর্মকর্তা আবদি দুহুল বার্তা সংস্থা এএফপি’কে জানান, নিহতদের মধ্যে একজন সাবেক আঞ্চলিক প্রশাসন বিষয়ক মন্ত্রী এবং একজন আইনপ্রণেতা রয়েছেন। তবে হামলাকারীদের কেউ হোটেল ভবনের ভেতরে রয়ে গেছে কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি। জঙ্গি সংগঠন আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।
পিবিএ/বাখ