প্রিয় লকডাউন…
তোমার থাকা কিম্বা না থাকায়
খুব একটা তফাৎ নেই
কি এমন বদলেছে?
রোজগারের জন্য প্রতিদিনকার অফিস
খাবারের জন্য বাজারের থলে
আলু পটলের দরদাম
পকেট হাতরে বড় মাছটা কিনতে গিয়ে
পাঙ্গাশ কিম্বা চাষের তেলাপিয়া:
বাড়ি ফিরে বউএর সেই অবজ্ঞার চোখ
খুব মিথ্যা করে বাচ্চা গুলো কে সান্তনা
একটা চকলেট কেক কিনতে না পারার যন্ত্রণা।
প্রিয় লক ডাউন
তুমি না থাকলেও রোজ আমায়
পা চালিয়ে যেতে হয় অফিস
ফিরতে হয় একি কায়দায়
আসা যাবার মাঝে ১০ টাকায় এক গেলাস লেবু জলে গলা ভেজাবার পরও সেটাকে
বিলাসিতা ভেবে দীর্ঘশ্বাস।।
প্রিয় লক ডাউন
আমি নিম্ন মধ্য বিত্ত গায়ে গতরে
খেটে খেতে পারি বলে
পকেটে টান পড়লেও শিরদাঁড়া সোজা রেখেছি
হাত না পেতে … জিতে যাবো বলে…..
প্রিয় লক ডাউন,
তুমি আমাকে কি আর নিয়ম্ কিম্বা ভয় দেখাবে?
জন্মের পরই তো নিষিদ্ধ পল্লীর আলো ছাড়া
আমার চোখে পড়েনি পৃথিবীর আলো..
নিয়তি আমাকে বেঁধে দিয়েছে আজন্মের জেলখানা…
আমি বরং পদ্মা পাড়ে আমার অচ্ছুৎ ঘরে বসে
খুব গোপনে মানুষের কাছে তার পৃথিবী ফিরিয়ে
দিতে ঈশ্বরের কাছে হাত তুলি।।।।
প্রিয় লক ডাউন
তুমি আমাকে কতটা অবহেলা করবে
আর কতখানি বা একলা করবে?
জন্মের সময় আমার জন্য কেউ দেয় নি আযান
কিম্বা হয়নি উলু ধ্বনি….
বন্ধ ঘরে অন্ধকারে আমি চোখের জলে বুঝে নিয়েছি …..
আমি না পুরুষ কিম্বা নারী….
কেউ ভাবেনি আমিও মানুষ..
আমার পুরো জীবনের আরেক নাম লক ডাউন…
প্রিয় লক ডাউন
তুমি চলে গেলে
আমি আবার অচেনা শহরে একটা চোখ খুজবো
আবার কিছু ভুল ভাল প্রেম হবে
আবার কিছু অভিমান
আবার ফিরে আসা
আবার সেই মুখ গুজে জগজিৎ আর লতা…
০৭.০৫.২০২০ ঢাকা…..