পিবিএ ডেস্ক : পোড়া ভুট্টা কমবেশি সকলেরই প্রিয়। কিন্তু ভুট্টা পোড়ানোর সময় কয়লার ধোঁয়া থেকে যে বায়ুদূষণ হয় সেটাও কম উদ্বেগের নয়। সেই ধোঁয়া থেকে মায়েদের ফুসফুস বাঁচাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারও চালিয়েছেন। ভুট্টা পোড়াতে সোলার প্যানেল কীভাবে কাজে লাগতে পারে তা দেখালেন বেঙ্গালুরুর এক বৃদ্ধ নারী।
৭৫ বছরের বৃদ্ধা সেলভাম্মা গত ২০ বছর ধরে বেঙ্গালুরুর বিধান সৌধের বাইরে ভুট্টা বিক্রি করেন। কিন্তু সম্প্রতি ভুট্টা পোড়ানোর পদ্ধতিতে এনেছেন অভাবনীয় পরিবর্তন। প্রচলিত পদ্ধতির বদলে তিনি সোলার প্যানেল ব্যবহার করছেন ভুট্টা পোড়ানোর কাজে।
লোহার পাত্রে তিনি রেখেছেন অল্প কয়েকটি জ্বলন্ত কয়লা। সোলার প্যানেলের মাধ্যমে ফ্যান চালিয়ে ওই অল্প কয়লার উপরেই পুড়িয়ে দিচ্ছেন ভুট্টা। এর ফলে আগুনের মতো ধোঁয়ায় ভর্তি হচ্ছে না এলাকা। আবার বজায় থাকছে তার রুটি রোজগারও।
তবে এই সোলার প্যানেলটি কিনতে হয়নি সেলভাম্মাকে। সেলকো সোলার লাইট প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থা। সৌরশক্তি ব্যবহারের দিকে মানুষের সচেতনতা বাড়ানোর জন্যই সেলভাম্মাকে বিনামূল্যে এটি দিয়েছে ওই সংস্থা।
প্রচলিত পদ্ধতি ছে়ড়ে সোলার প্যানেল ব্যবহার করে ভুট্টা পুড়িয়ে বেশ খুশি সেলভাম্মাও। তিনি বলেছেন, ‘আগুনে হাত পুড়ে যাওয়ায় দোকান চালাতে অসুবিধা হচ্ছিল। ওরা এটা দেওয়ায় আমার খুব ভাল হয়েছে।’
পিবিএ/জিজি