সোহানকে অধিনায়ক করে ১৪ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা

পিবিএ,ঢাকা: আফগানদের বিপক্ষে নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে ১৪ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ দল ঘোষণা করা হয়। ১ ও ২ সেপ্টেম্বর রশিদ-নবীদের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচে খেলবেন সোহানরা।

আগামীকাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটি খেলতে নামবেন সোহানরা। সোহান ছাড়াও এই দলে আছেন শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে থাকা এনামুল হক বিজয়ও।

আগামী পাঁচ তারিখ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টটি শুরু হবে। এই টেস্টের জন্য গতকাল সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট বোর্ড। টেস্ট দলে দুই বছর পর তাসকিন ফিরলেও বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান।

বিসিবি একাদশ

ফারদিন অনি, সাব্বির হুসাইন, আল-আমিন জুনিয়র, মো. নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, কাজী নুরুল হাসান সোহান, ফজলে রাব্বি, মানিক খান, সুমন খান, সালা-উদ্দিন শাকিল, জুবায়ের হোসাইন লিখন, মেহেদী হাসান রানা, আসাদুল্লাহ গালিব, ইরফান শুক্কুর।

পিবিএ/ইকে

আরও পড়ুন...