মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হলো নুরুল হাসান সোহানকে। তবে আগের মতো সহ-অধিনায়কের আসনটি খালিই রাখা হলো। জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে দায়িত্ব সামলেছেন সোহান। তবে শেষ ম্যাচের আগে আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে অলিখিত ফাইনালে অধিনায়কত্ব করবেন কে?
সিরিজের প্রথম ম্যাচ ১৭ রানে হারের পর রোববার দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় সফরকারীরা। দাপুটে পারফরম্যান্সে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা আনে। সে হিসেবে মঙ্গলবার শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হিসেবে বিবেচিত হচ্ছে। এই ম্যাচের নেতৃত্ব নিয়ে চলছে জোর আলোচনা।
রোববার দ্বিতীয় ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশি পেসার হাসান মাহমুদের করা একটি বল গ্লাভস বন্দি করতে গিয়ে বাম তর্জনীতে চোট পান সোহান। সেখানে চিড় ধরা পড়েছে। এজন্য গোটা সফর থেকেই ছিটকে গেছেন এই উইকেটরক্ষক। এখন প্রশ্ন উঠেছে, শেষ ম্যাচে কার কাঁধে নেতৃত্ব?
আলোচনায় লিটন দাস আর মোসাদ্দেক হোসেন সৈকতের নাম। যেখানে অভিজ্ঞতার বিচারে এগিয়ে মোসাদ্দেক। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন এই অলরাউন্ডার। তবে আন্তর্জাতিক মঞ্চে এখনো টস করা হয়নি তার। বোর্ড সূত্রের খবর, যেহেতু এক ম্যাচের জন্য দায়িত্ব দেওয়া হবে, সেহেতু ভাবনায় লিটনকেই রাখা হচ্ছে। গত বছর অধিনায়কের স্বাদটা পেয়েছেন তিনি।
নতুন কোনও অধিনায়ককে আপাতত বাজিয়ে দেখার পরিকল্পনা নেই বিসিবির। তবে ম্যাচটি যখন সিরিজ নির্ধারণকারী অলিখিত ফাইনাল, তখন একটু সময় নিয়েই ভাবতে হচ্ছে বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে।