সৌদিআরবে করোনায় আক্রান্ত হয়ে চৌদ্দগ্রামের লিয়াকতের মৃত্যু

পিবিএ,চৌদ্দগ্রাম: সৌদিআরবে করোনায় আক্রান্ত হয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও রেমিটেন্সযোদ্ধা মোঃ লিয়াকত আলীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রামের মৃত তাজুল ইসলাম প্রকাশ তাজু সর্দারের ছেলে। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহত লিয়াকতের আত্মীয় হারুন রশীদ ও জহিরুল ইসলাম।

জানা গেছে, সৌদিআরবের মদিনায় দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন লিয়াকত আলী। সম্প্রতি অসুস্থ্য হওয়ার পর তাঁর করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে। মদিনার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শনিবার দুপুর পৌনে দুইটায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

লিয়াকতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উপদেষ্টা কাজী এনামুল হক, সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পিবিএ/মোঃ এমদাদ উল্যাহ/এএম

আরও পড়ুন...