সৌদিতে ওমরাহ করতে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ‍

2-bangladeshi-arab-dead-PBA

পিবিএ ডেস্ক: ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে প্রাইভেটকারে ধাক্কায় নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মদিনা জিনের পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীনের বাড়ি নরসিংদী জেলা সদর উপজেলার ছোয়াং এলাকায়। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

সৌদিতে স্বজনদের সূত্রে জানা যায়, সৌদিতে ওমরাহ পালন শেষে নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীন মদিনা জিয়ারতে যান।

সেখান থেকে ওয়াদি আল জিন্নিতে জিনের পাহাড় দেখতে যান তারা। এ সময় হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...