সৌদিতে করোনায় মৃত্যুর এক তৃতীয়াংশই বাংলাদেশি

পিবিএ,সৌদি আরব: সৌদি স্বাস্হ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী প্রেস ব্রিফিং এ জানান, করোনায় মৃত্যুর হার শতকরা ০.৭ ভাগ যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ১০ গুন কম । দেশটির স্বাস্হ্য মন্ত্রণালয়ের সবশেষ ৯ মে দেওয়া তথ্য অনুযায়ী সর্বমোট ৩৭ হাজার ১ শত ৩৬ জন করোনাক্রান্ত । এদের মধ্যে ১ শত ৪০ জনের অবস্হা আশঙ্কাজনক । ১০ হাজার ১ শত ৪৪ জন সুস্হ হয়ে ঘরে ফিরেছে । প্রবাসী এবং সৌদি নাগরিক সহ সর্বমোট মৃত ২ শত ৩৯ জন। এরমধ্যে বাংলাদেশি ৭৮ জন, ৬৮ জন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের আওতাধীন এলাকায় এবং ১০জন রিয়াদ দূতাবাসের আওতাধীন এলাকায় । শুধুমাত্র চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ৩৩ জন। আনুপাতিক হারে মৃতের মাঝে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি যা মোট মৃতের এক তৃতীয়াংশ । তাছাড়া দেশটির মক্কা এবং মদিনা শহরে মৃতের হার বেশি ।

৯ মে তারিখের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের মধ্যে শতকরা ৯০ ভাগ প্রাপ্তবয়স্ক, ৬ ভাগ শিশু এবং ৪ ভাগ ষাটোর্ধ্ব । আবার, এদের মধ্যে ৮২ ভাগ পুরুষ, ১৮ ভাগ নারী এবং ৭০ ভাগ প্রবাসী ও ৩০ ভাগ সৌদি নাগরিক।

স্বাস্হ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী জানান, এখন থেকে ৯২০০০৫৯৩৭ টোল ফ্রি নাম্বারে কলের পাশাপাশি হোয়াটসএ্যাপে মেসেজ করে স্বাস্হ্য পরীক্ষার তথ্য দেওয়া যাবে । তিনি বলেন, আশার কথা হচ্ছে দিনদিন সুস্হতার সংখ্যা অনেক বাড়ছে যা হাজারের অধিক ।

এদিকে অন্য আরেকটি সূত্র জানিয়েছে সৌদিতে বাংলাদেশি করোনাক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার ।
পিবিএ/সাগর চৌধুরী/এএম

আরও পড়ুন...