পিবিএ ডেস্ক: সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। খবর আল-জাজিরার। হুথি পরিচালিত আলমারিসা টেলিভিশনের খবরে বলা হয়েছে, রবিবার আভা ও জিজান বিমানবন্দর ড্রোন হামলা চালানো হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এক বিবৃতিতে জানায়, ইরানি সমর্থিত হুথি মিলিশিয়া আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে একজন সিরিয়ান ব্যক্তি নিহত হয়েছে এবং ৭ জন বেসামরিক লোক আহত হয়েছে।
সৌদির আল আরাবিয়া টিভি জানায়, আভা বিমানবন্দরের গাড়ি পার্কে সন্দেহভাজন ড্রোন আঘাত করে। এছাড়া এ মাসের শুরুর দিকে এই আভা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ওই হামলায় ২৬ জন আহত হয়।
পিবিএ/বাখ