সৌদির তেল স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

পিবিএ ডেস্ক: সৌদি আরবের একটি তেল স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকান্ডে ভিডিও ছড়িয়ে পরেছে। যদিও দেশটির টিভি চ্যানেলে এ সংক্রন্ত কোন খবর সম্প্রচার করা হয় নি।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের কাছে আরামকো কোম্পানির একটি তেল স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আরামকোর তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে এবং একটি ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে। খবর ভয়েস অব আমেরিকার।

দাম্মামের অদূরে বাকিয়াক এলাকায় তেল স্থাপনাটি অবস্থিত। তবে এখন পর্যন্ত সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে এ সংক্রান্ত কোনো খবর সম্প্রচার করা হয়নি।

আরব আমিরাতের আল আরাবিয়া টিভি চ্যানেলও অগ্নিকাণ্ডের খবর জানিয়ে বলেছে, স্থানীয় সংবাদদাতার মাধ্যমে তারা নিশ্চিত হতে পেরেছেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আরামকো বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিদিন এ প্রতিষ্ঠান ৭০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...