সৌদি আরবের সঙ্গে মিলে জামালপুরের ১৩ গ্রামে ঈদ!

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৩টি গ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন ধরে এ ঈদ উদযাপন করছে মুসলিম সম্প্রদায়ের লোকজন।

ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার পৌর এলাকার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন। জামাতে পুরুষের পাশাপাশি অংশগ্রহণ করেন নারীরাও।

সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ এ নামাজে অংশ নেয়।

স্থানীয়রা জানায়, প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল সরিষাবাড়ী উপজেলার ১৩টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়। দীর্ঘদিন ধরে জেলার এ উপজেলায় চলে আসছে ধর্মীয় এই সংস্কৃতি।

আরও পড়ুন...