সৌদি আরবে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু


পিবিএ,ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ওই বাংলাদেশি নাগরিকের নাম জিয়াউর রহমান জিয়া। আনুমানিক বয়স ৩৫।

তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালি গ্রামে। মক্কায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরামের সদস্য ছিলেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিয়া মক্কায় আল আবির কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্বের তাগিদে তাকে বাইরে কাজে যেতে হতো। হঠাৎ করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলের তিনি হাসপাতালে ভর্তি হন।

মক্কার হাসপাতালে ১০ দিন চিকিৎসার পর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। জিয়া পরিবার নিয়ে সৌদিতে বসবাস করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

তার মৃত্যুতে মক্কা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরামের সভাপতি মঈন চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব পাটোয়ারী, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত ১৬ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...