সৌদি আরবে ৪০ শতাংশ পুরুষ স্ত্রীর হাতে নির্যাতিত

পিবিএ,ডেস্ক: আরব বিশ্বের ৪০ শতাংশ পুরুষ কয়েক বছরে স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। সারজাহ পারিবারিক আদালতের বরাত দিয়ে দৈনিক খালিজ টাইমস এ খবর জানায়।
ওই আদালতের বিচারক বলছেন, সত্যিকারের অবস্থা বুঝতে এই পরিসংখ্যান যথেষ্ট নয়। আমরা অল্প কিছু মামলা পাই। অধিকাংশ ক্ষেত্রে সামাজিক কর্মীদের দিয়ে পারিবারিক আদালতে বিষয়গুলো আপোস করা হয়। দিনে দিনে অনেক পুরুষ এই ট্রেন্ডের বিষয়ে মুখ খুলছেন। তবে অনেকেই লোকলজ্জায় কিছু বলেন না।

একটি জরিপের বরাত দিয়ে তিনি বলেন, আরব বিশ্বের দেশগুলোতে প্রতি দশজন পুরুষের একজনই স্ত্রীর নির্যাতনের শিকার!

অধিকাংশ নারী বলছেন, প্রতারণা করার কারণে তারা এমন আচরণ করতে বাধ্য হন। এছাড়া স্বামীরা পরিবারকে ঠিকমতো সহযোগিতা না করায়ও নিয়মিত মার খাচ্ছেন।

২০১৬ সালে রিয়াদভিত্তিক ওয়ায়েই সেন্টার ফর সোশাল অ্যাডভাইসের এক জরিপে দেখা গেছে পাঁচ লাখেরও বেশি সৌদি তাদের স্ত্রীদের মারপিটের শিকার হন। তবে বউয়ের পিটুনি খাওয়া এসব পুরুষের সিংহভাগই বিষয়টি আদালত বা পুলিশকে না জানিয়ে চেপে যায়।

অভিযোগকারীদের বেশিরভাগই চায় তাদের নাম-পরিচয় গোপন থাক এবং একইসঙ্গে এসব ঘটনাও গোপন থাক।

পিবিএ/ইকে

আরও পড়ুন...