সৌদি থেকে ধর্ষককে ধরে আনলো পুলিশ

Arrested_PBA-1

পিবিএ ডেস্ক: ভারতে ২০১৭ সালের এক ধর্ষণ ঘটনার অভিযুক্ত প্রায় দু-বছর পর ধরা পড়ল সৌদি আরবে। কেরালা পুলিশের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন মহিলা আইপিএস অফিসার, কোল্লামের পুলিশ কমিশনার, মেরিন জোশেফ। যিনি নাবালিকার ধর্ষককে সৌদি থেকে ধরে আনলেন। টাইমস অব ইন্ডিয়া

বন্ধুত্বের খাতিরে পরিবারে অবাধ যাতায়াত ছিল। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বন্ধুর কিশোরী ভাইঝিকে লাগাতার ধর্ষণ করেছে সে। ভয়ে সেদিন কাউকে কিচ্ছুটি বলতে পারেনি তেরোর সেই মেয়েটি। টানা তিন মাস ধরে কাকুর সেই বন্ধুর লালসার শিকার হয়েছে কেরালার ওই কিশোরী। যখন তা জানাজানি হয়, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আত্মহত্যা করে বসে কিশোরী কন্যা। খাল কেটে কুমির আনার অনুশোচনায় আত্মহত্যা করেন সেই মেয়েটির কাকুও।

২০১৭ সালের সেই ঘটনার অভিযুক্ত প্রায় দু-বছর পর ধরা পড়ল। কেরালা পুলিশের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন মহিলা আইপিএস অফিসার, কোল্লামের পুলিশ কমিশনার, মেরিন জোশেফ। তাঁর নেতৃত্বে একটি টিম সৌদি আরব থেকে মঙ্গলবার ধরে আনে নাবালিকার ধর্ষককে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি কোল্লামে হলেও, কর্মসূত্রে সে থাকে সৌদি আরবে।

২০১৭ সালে ভারতে ফিরে, কেরালায় থাকাকালীন তিন মাস ধরে সে ধর্ষণ করে বন্ধুর কিশোরী ভাইঝিকে। তার পর ফিরে গিয়েছিল কর্মক্ষেত্রে। তদন্তে নেমে অভিযুক্তের পরিচয় জানতে পারে পুলিশ। কিন্তু, তাকে ভারতে ফিরিয়ে আনতে দু-বছর সময় লেগে গেল। মেরিন জোশেফের নেতৃত্বে একটি টিম সৌদি আরব থেকে মঙ্গলবার ধরে আনে নাবালিকার ধর্ষককে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...