সৌদি বিমান হামলায় ইয়েমেনে ৪ হুতি নিহত

চারজন নিহত
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ক্ষতিগ্রস্থ স্থাপনা । ছবি:সংগৃহিত

পিবিএ,ডেস্ক: ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন।বৃহস্পতিবার ১৬মে রাজধানী সানার একটি আবাসিক এলাকায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর আনাদোলুর।খবরে আরোও বলা হয়েছে, সানার রাকাস সড়কের রাবাত নামের একটি আবাসিক এলাকায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এ বিমান হামলা চালায়।এক বার্তায় হুতি জানায়, এই বিমান হামলায় তাদের চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন।

সহিংসতার কারণে ২০১৪ থেকে ইয়েমেনের সার্বিক অবস্থা ভেঙে পড়েছে। এটি আরও তীব্র হয়েছে যখন হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির বেশিরভাগ অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নেয়।২০১৫-তে এই সংকট আরও বৃদ্ধি পেয়েছিল যখন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে একটি বিশাল বিমান অভিযান শুরু করেছিল।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...