সৌদি যুবরাজকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

পিবিএ ডেস্ক: যুবরাজ বিন সালমানসৌদি আরবে অনেক সংস্কার কাজ করেছেন উল্লেখ করে তাকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প। তবে, সমালোচকরা বলেন, প্রকৃতপক্ষে আমেরিকার কাছ থেকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র কেনার কারণে সৌদি যুবরাজকে এত পছন্দ ট্রাম্পের।

জাপানের ওসাকা নগরীতে জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে বিন সালমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন ট্রাম্প। তিনি সৌদি যুবরাজকে ‘বন্ধু’ আখ্যায়িত করে বলেন, সৌদি আরবে তিনি সংস্কার কাজে হাতে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বহু মানুষের পক্ষ থেকে বিন সালমানকে অভিনন্দন জানাচ্ছেন।

প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সমালোচিত সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সৌদি যুবরাজ ‘দারুণ কাজ করেছেন।’

অথচ জামাল খাশোগির হত্যাকাণ্ডে বিন সালমানের জড়িত থাকার বিষয়টি এখন সর্বজনস্বীকৃত একটি বিষয়। জাতিসংঘ সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, খাশোগি হত্যাকাণ্ডে যে সৌদি যুবরাজ জড়িত রয়েছে তার পক্ষে ‘অকাট্য দলিল’ রয়েছে। প্রতিবেদনে বিন সালামানকে পুলিশি প্রক্রিয়ায় জেরা করারও আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি ২০২৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে রিয়াদ থেকে আসা একদল গোয়েন্দা কর্মকর্তার হাতে নিহত হন। সৌদি কনস্যুলেটের ওই হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক চাপের মুখে পড়েন যুবরাজ বিন সালমান। এর মাঝেই তাকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প।

পিবিএ/এএইচ

পিবিএ/এএইচ

আরও পড়ুন...