‘সৌম্য ফর্মে থাকলে সত্যিই ভয়ঙ্কর’

 

বাংলাদেশ কোচ স্টিভ রোডস মনে করেন, সৌম্য সরকার ফর্মে থাকলে যেকোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর
বাহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার । ছবি: ফাইল

পিবিএ,ঢাকা: বাংলাদেশের কোচ স্টিভ রোডস মনে করেন, বাহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ফর্মে থাকলে যেকোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সে।

ত্রিদেশীয় সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক পারফর্ম করে গেছেন সৌম্য। ফাইনালি লড়াইয়ে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশকে প্রথমবার কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে সহায়তা করেছেন। তার সেই ধারাবাহিক ফর্মের প্রশংসা করেছেন রোডস।তিনি বলেন, সত্যি এটা ভালো লাগছে, সে ফর্ম ধরে রাখছে। আমি আশা করছি, মানুষজন এখন তাকে সমর্থন দেবেন। কারণ ও অসাধারণ একজন খেলোয়ার। আমরা তাকে সমর্থন দিচ্ছি এবং তার প্রতি আস্থা রাখছি।

ত্রিদেশীয় সিরিজ মিশন শেষ। এখন বিশ্বকাপ অভিযানের পালা। বিশ্বমঞ্চে সৌম্যর ব্যাটের দিকে তাকিয়ে দল। কারণ নিজের দিনে তার কাছে প্রতিপক্ষের সবই নস্যি, বাংলাদেশের সাফল্য অবধারিত ! বাঁহাতি ব্যাটসম্যানসৌম্য সরকারের শুভকামনায় দেশের কোটি ক্রিকেটপ্রেমী।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...