স্কুলছাত্রীকে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ

পিবিএ,বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে অপহরণ করে টানা ১৮ দিন আটকে রেখে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই জেলার লামা উপজেলার আজিজনগর গার্লস স্কুলে যাবার পথে একই এলাকার সাইফুল নামের এক বখাটে এই স্কুলছাত্রীকে কয়েকজনের সহায়তায় অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। চট্টগ্রামের অক্সিজেন এলাকায় এক আত্মীয়ের বাসায় তাকে টানা ১৮ দিন আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে এই বখাটে। সাইফুল আজিজনগরের ৪নং ওয়ার্ডের তেলুনিয়াপাড়ার জমির হোসেনের পুত্র।

মেয়ের মা জানান, মেয়েকে অপহরণের পর অনেক খুঁজেছি, পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেয়, আমরা এর বিচার চায়। জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে এই স্কুলছাত্রীকে গত ২৫ জুলাই বিকালে উপজেলার আজিজনগরের তেলুনিয়া পাড়ায় রেখে চলে যায় সাইফুল। এসয় তার স্বজনরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গত ২৬ জুলাই বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন। সদর হাসপাতালে তাকে শারীরিক পরীক্ষা করানো হয়।

এই ব্যাপারে ছাত্রীর পিতা নুর হোসেন বলেন, আমার মেয়েকে টানা ১৮ দিন আটকে রেখে ধর্ষণ করে, আমি এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এদিকে, এই ব্যাপারে শনিবার বান্দরবান জজকোর্টে মামলা দায়ের করবেন বলে জানান ভুক্তোভোগী পরিবার।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...