পিবিএ, ঝিনাইদহ: তথ্য আপা’র সহযোগিতায় ঝিনাইদহের শৈলকুপায় বন্ধ হলো স্কুলছাত্রীর বাল্য বিয়ে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস।
বিয়ে বাড়ীর অতিথি আপ্যায়নের খাবার বিলিয়ে দেওয়া হয়েছে এতিমখানার দু:স্থ শিশুদের মাঝে। জানা যায়, পৌর এলাকার খালকুলা গ্রামের মিরাজ হোসেনের বাড়িতে উষা (১৭)’র বাল্য বিয়ের আয়োজন করে মেয়ের পরিবার।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা প্রকল্প কর্মকর্তা ইন্দিনা কাদির তথ্যমতে সেখানে মোবাইলকোর্ট পরিচালনা করে বিয়ে বন্ধসহ পরিবারকে ১৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত ।
এছাড়াও অতিথিদের জন্য আয়োজিত খাবার মালিপাড়া এতিমখানার দু:স্থ শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা ইমন হোসেন, এসআই এমদাদ হোসেন, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি মাসুদুজ্জামান লিটন, সাধারন সম্পাদক শিহাব মল্লিক, সহকারি তথ্যআপা দিবা খাতুন ও লিমা খাতুন প্রমুখ।
পিবিএ/জেডআই