পিবিএ, চট্টগ্রাম: চট্টগ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত রানা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, গত ৩ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের আমিরাবাদ গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে আচার খাওয়ার লোভ দেখিয়ে ডেকে নেয় প্রতিবেশী যুবক রানা। ওই ছাত্রীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে সে।
এই ঘটনার পর রানা পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়। মেজর মেহেদী হাসান আরও বলেন, এ ঘটনার পর থেকে আমরা তাকে গ্রেফতারের জন্য খুঁজছিলাম। চার মাস পলাতক থাকার পর সম্প্রতি সে এলাকায় আসে।
র্যাবের এই কর্মকর্তার দাবি, রানাকে গ্রেফতারের জন্য গেলে সে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ এবং ১টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।