স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পার্কে আপত্তিকর অবস্থায় আটক

পিবিএ রাজশাহী: স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পার্কে আপত্তিকর অবস্থায় ৯ ছাত্র-ছাত্রীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার শহীদ ক্যাপটেন মনসুর আলী (ভদ্রা) পার্কে এ ঘটনা ঘটে। পরে তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়। এরপর মুচলেকা নিয়ে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা যায়, নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত বিনোদন কেন্দ্রটি ভদ্রা পার্ক নামে পরিচিত। এ পার্কে আগতদের প্রকাশ্যে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ দীর্ঘদিনের।

স্থানীয়রা জানান, নিখাদ বিনোদনের জন্য এখানে পরিবার নিয়ে কাউকে ঘুরতে আসতে দেখা যায় না। তবে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীরা একান্তে সময় কাটাতে এখানে আসে। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালায়। এতে অশ্লীলতা বন্ধ থাকে কিছুদিনের জন্য। তবে সময় গেলে আগের অবস্থানে ফিরে যায়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি উপস্থিত থেকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, তারা রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। অভিযানের সময় পুলিশ ৯ জনকে আ’টক করে। এর মধ্যে ছয়জন ছাত্রী ও তিনজন ছাত্র। বাকি শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...