পিবিএ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রী নাজমা আক্তার ঝুমুর(১৩) কে ধর্ষণ শেষে হত্যা করার অপরাধে বাহার উদ্দিন (৩৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
রবিবার রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর এই ধর্ষণ ও হত্যা মামলার আসামী বাহার চরকঁকাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবুতরের বাড়ীর আজিজুল হকের ছেলে।
পুলিশের কাছে জবানবন্দিতে বাহার জানায়, শনিবার সকাল ৬টা থেকে সে ঝুমুরের বাড়ীর পাশে খালে জাল পেতে মাছ ধরছিল। সকাল ৮টার দিকে ঝুমুর আম কুড়াতে গেলে ধর্ষক বাহার তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় ঝুমুর রক্তাত্ব অবস্থায় চিৎকার করতে গেলে এবং ঘটনা জানাজানি হয়ে যাওয়ার ভয়ে সে ঝুমুরকে খালের পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর সোমবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান গ্রেফতারের কথা নিশ্চিত করে পিবিএ’কে জানান, “এই ঘটনায় নিহতের বাবা মোঃ হানিফ বাদী হয়ে মামলা দেয়ার পর তদন্ত সাপেক্ষে চরকাঁকড়া ইউনিয়ন থেকে বাহারকে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর ১৬৪ ধারায় নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
পিবিএ/আইউ/হক