‘স্তনের আকার কেমন এটাই কি মন্তব্যের একমাত্র বিষয়?’

swastika

পিবিএ ডেস্ক : আজ নারী দিবস। মেয়েদের জন্য একটা দিন, মায়েদের জন্য দিন-এরকম আরও নানা নামে ব্যাখ্যা দেওয়া হয় দিনটিকে। দিন যতই স্থির করা থাক, পুরুষতন্ত্রের চোখে নারীকে দেখার দৃষ্টিভঙ্গিটা কি আদৌ বদলায়? এবার সেই প্রশ্নই তুলে দিলেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সম্প্রতি তিনি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। আর সেই ছবি দেখে তাকে প্রশ্ন করা হয় ‘কেন স্বস্তিকার স্তনের আকার সুগঠিত নয়?’

স্বস্তিকা লিখেছেন, ‘একজন নারীকে দেখার সময় সব পুরুষের চোখে কি প্রথম এটাই বিবেচ্য যে তার স্তনের আকার কেমন? এটাই কি তাদের মন্তব্য করার মতো একমাত্র বিষয়?’ এ ধরনের কুরূচিকর মন্তব্যকারীদের একহাত নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘অভিনেত্রী হওয়ার পাশাপাশি আমি একজন মা। আর দীর্ঘ বহু বছর আমি কোনওরকম পাম্পের সাহায্য ছাড়াই সন্তানকে স্তন্যপান করিয়েছি। আর সে জন্য অমি একজন গর্বিত মা। যারা সন্তানকে স্তন্যপান করানোর মর্মটাই বোঝেন না তারাই এ ধরনের মন্তব্য করতে পারেন।’

পরে একটি পৃথক পোস্টও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘আজ বিশ্ব নারী দিবস। কিছুক্ষণ পর থেকেই চতুর্দিকে নানা সার্কাস শুরু হয়ে যাবে। এখনও এটাই আশা করা হয় যে একজন মেয়েকে সব সময়ে সবদিক থেকে ছবির মতো সুন্দর এবং পারফেক্ট হতে হবে। তার স্তন, কোমর, নিতম্ব, ঠোঁটের চুলচেরা বিচার করা হবে। যদি সেগুলো যথেষ্ট ‘সুন্দর’ না হয় তা হলে অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো ঠিক করাতে হবে। আর তা করালে সেই মহিলাকে ট্রোলের শিকার হতে হবে।‘

পিবিএ/জিজি

আরও পড়ুন...