‘স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টা’

মহিউদ্দিন আল আজাদ,চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় স্ত্রী লাখি বেগমকে (২৫) ছুরিঘাতে হত্যার পর স্বামী মোস্তফা মিয়া (৪৫) আত্মহত্যা চেষ্টা করার ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ শাহারপাড় এলাকায় স্ত্রীর মরদেহ উদ্ধার ও স্বামীকে আটক করে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

হত্যার শিকার লাকী বেগম সারপাড় গ্রামের আন্দী প্রধানীয়া বাড়ির মৃত নজরুল প্রধানীয়ার মেয়ে। লাকী বেগমের ৬ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

আহত অবস্থায় মোস্তফা মিয়া জানান, তার স্ত্রী মুঠোফোনে ভিডিও কলে ব্যবসায় জড়িয়ে পড়ে। এতে রাত থেকে তাদের বাক-বিতন্ডায় হয়। সকালে পুনরায় বাক-বিতন্ডা হলে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে। পরে সে নিজেই সেই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, স্ত্রীর পরকীয়ার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে ছুরিকাঘাত করে।

গ্রেপ্তার মোস্তফা মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুর গ্রামের অটোরিকশা চালক। তাদের ২০০৯ সালে বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে। মতলব শাহারপাড় এলাকায় ভাড়া থাকতেন।

তলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন...