
রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বেলে দিয়েছে স্বামী। এতে ওই স্ত্রীর শরীরের ৭০ শতাংশ পুড়ে দগ্ধ হয়েছে। মুমুর্ষূ অবস্থায় ওই স্ত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে নিজ বাড়িতে স্ত্রী রুবিনা আক্তারের (২০) শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বেলে দেয় স্বামী শাকিল মিয়া। আগুনে রুবিনার শরীর ৭০ শতাংশ পুড়ে দগ্ধ হয়। এ সময় রুবিনার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাকিল মিয়া পালিয়ে যায়। আহত রুবিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুমুর্ষূ অবস্থায় রবিনাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
চিকিৎসক জানিয়েছেন, আহত রুবিনার শরীরের ৭০ শতাংশ পুড়ে দগ্ধ হয়েছে। তার অবস্থা শঙ্কটাপন্ন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, শনিবার দুপুরে অভিযান চালিয়ে রুবিনার স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়েছে।