স্ত্রীর ঘুমের জন্য, বিমানে ৬ ঘণ্টা দাঁড়িয়ে স্বামী

পিবিএ ডেস্কঃ বিমানযাত্রায় স্ত্রীকে সিটে শুইয়ে টানা ছয় ঘণ্টা দাঁড়িয়ে থাকার ঘটনা মনে হয় এটাই প্রথম। স্বামীর দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিমানের থ্রি সিটারে ঘুমাচ্ছেন স্ত্রী, আর বিমানে যাত্রী আসনের দুই সারির মাঝে দাঁড়িয়ে রয়েছেন স্বামী। ছবিটি টুইটারে শেয়ার করেছেন কোর্টনি লি জনসন নামে এক যাত্রী। এরপরই সেটা অনলাইনে ভাইরাল হয়।

অনলাইনে ভাইরাল হওয়ার পর অনেকেই ওই ব্যক্তির প্রশংসা করেছেন। অনেকে আবারা মহিলাকে গালমন্দও করতে ছাড়েননি। অনেকে আবার প্রশ্ন তুলেছেন ছবিটির বিশ্বাসযোগ্যতা নিয়েও।

একজন লিখেছেন, একেই বলে ভালোবাসা। পাল্টা একজন লিখেছেন, ওটা কোনও ভালোবাসার ছবি নয়। এটা এক স্বার্থপর মহিলার ছবি। ওকি স্বামীর কাঁধে মাথা রেখে ঘুমাতে পারতে না?

পিবিএ/এমএস

আরও পড়ুন...