স্ত্রীর পরকীয়ার জেরে খুন হন আমিনুল

Khun

পিবিএ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গলাকাটা অবস্থায় উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম আমিনুল ইসলাম কালু (২৫)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগরের আজমত মিয়া ওরফে নাটাই মিয়ার ছেলে। শনিবার রাতে খুন হন তিনি।

সোমবার (৪মার্চ) তার ভাই শামসুল হক লাশ সনাক্ত করেন। স্ত্রীর পরকীয়ার জেরে তিনি খুন হন। আমিনুলের পরিচয় পাওয়ার পর রাতে স্ত্রী রিক্তা বেগম ও তার প্রেমিক রেজাউল করিম ওরফে পলাশকে গ্রেফতার করে পরকীয়ার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এ ছাড়া আরও ৪ জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার সকালে সোনারগাঁয়ের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কাফুরদী এলাকা থেকে লাশটি অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করে পুলিশ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...