পিবিএ ডেস্ক: রাঙামাটির রাজস্থলীতে স্ত্রীর সঙ্গে রাগ করে উথোয়ই প্রু মারমা ওরফে পানখায় নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গাইন্দ্যা ইউপির তাইতং পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত উথোয়ই প্রু কাপ্তাইয়ের রাইখালী ইউপির ডলুছড়ি পাড়ার সাথোয়াই প্রু মারমার ছেলে। তিনি ঘরজামাই হিসেবে থাকতেন।
রাজস্থলী থানার ওসি মফজল আহম্মদ খান জানান, সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে উথোয়ই প্রুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ির পাশের জঙ্গলে গিয়ে বিষপান করেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি সদর হাসপতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পিবিএ/এমএসএম