পিবিএ,নরসিংদী: নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে নিজের স্ত্রী, বাড়িওয়ালা ও তার স্ত্রী সহ ৩ জনকে খুন করেছেন বাদল নাকে এক কাঠমিস্ত্রি। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার ইটাখোলা সংলগ্ন কুমরাদী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনার পর পর ঘাতক কাঠমিস্ত্রি বাদল মিয়াকে আটক পুলিশ। নিহতরা হলেন বাদলের দ্বিতীয় স্ত্রী নাজমা (৪৫),বাড়ীওয়ালা তাইজুল ইসলাম (৫৮) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান,কাঠমিস্ত্রি বাদল মিয়া তার প্রথম স্ত্রীকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রেখে শিবপুরের কুমরাদী গ্রামে তাইজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতো। রবিবার সকালে পারিবারিক কলহের জের ধরে বাদল উত্তেজিত হয়ে তার স্ত্রী নাজমার সাথে ঝগড়া সৃষ্টি হয়। এসময় বাদল ক্ষিপ্ত হয়ে প্রথমে স্ত্রী নাজমা একটি দাড়ালো ছুরি দিয়ে আঘাত করে। বাদলের ছেলে নাদিম (১৮) আটকাতে গেলে তাকেও ছুরিকাঘাত বাদল। এপর বাড়িওয়ালা তাইজুল ও স্ত্রী মনোয়ারা বাদলকে আটকাতে গেলে তাদেরও ছুরিকাঘাত করে আহত করে। পরে আহত চার জনকে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে নাজমা ও মনোয়ারা বেগম মারা যায়। এর মাঝে বাড়িওয়ালা তাইজুল ইসলাম এর অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে ঢাকা মেডিকেলে তাইজুল ইসলাম মারা যায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান,পারিবারিক কলহের জের ধরে তিনটি হত্যাকান্ড ঘটিছে বাদল মিয়া নামে এক কাঠমিস্ত্রি। তাকে পুলিশ আটক করেছে। ঘটনার পর ঘাতক কাঠমিস্ত্রি শারীরিক অসুস্থ হয়ে পরে। সে পুলিশ হেফাজতে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল পুলিশের বিশেষ টিম পরিদর্শন করেছেন।
পিবিএ,খন্দকার শাহিন/এসডি