স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পিবিএ,চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী আকলিমা আক্তারকে হত্যার দায়ে স্বামী ফারুক হোসেনকে মৃত্যুদ- দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে আসামী ফারুক হোসেনকে ১০ হাজার টাকা অর্থদ-ে দন্ডিত করা হয়। এই মামলার অপর আসামী শ^াশুড়ি মনি বেগমকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সোমবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় প্রদান করেন।

মৃত্যুদ-প্রাপ্ত আসামী ফারুক হোসেন হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মুন্সিবাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে। ফারুক হোসেন পেশায় একজন কসাই ছিলেন। মৃত আকলিমা একই উপজেলার পালিশারা গ্রামের দুবাই প্রবাসী হাসান আলীর মেয়ে।

মামলার বিবরনে জানা যায়, ২০১৩ সালে ফারুক হোসেনের সাথে আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারুক যৌতুকের জন্যে আকলিমাকে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে। টাকা না পেয়ে প্রায় সময়ই আকলিমাকে মারধোর করতো। যা আকলিমা আক্তার তার মামা আবুল কালামকে মোবাইল ফোনে জানায়।

২০১৫ সালের ২৯ জুন দুপুরে আকলিমা আক্তারকে শ^াসরোধ করে হত্যা করে। এই ঘটনায় আকলিমার মামা মো. আবুল কালাম বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় হাজীগঞ্জ থানায় আকলিমা আক্তারের স্বামী ফারুক হোসেন ও তার শ^াশুড়ি মনি বেগমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ফারুক আকলিমাকে শ^াসরুদ্ধ করে হত্যা করে। পরে বাড়ির উঠানে আকলিমার লাশের পাশে তাহমিনা নামের তিন মাসের কন্যা সন্তানকে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আদালতে সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. আমান উল্লাহ ও এপিপি অ্যাড. মোক্তার আহমেদ। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. গাজী মোহাম্মদ দুলাল।

পিবিএ/এমএ/হক

আরও পড়ুন...