পিবিএ, ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে ভোটগ্রহণ চলছে। রোববার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে এই সংসদীয় আসনের মোট ১৩২ কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। মোট চার লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা ডা. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গত ২০ ডিসেম্বর এ আসনের একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেন নির্বাচন কমিশন। পরে তফসিল ঘোষণা করে আজকের দিনে ভোটগ্রহণের দিন ঠিক করে নির্বাচন কমিশন।
পবিএি/এইচএইচ