পিবিএ ডেস্ক: সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে ভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারতীয় ক্রিকেট দল। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের সেমিফাইনাল থেকে বিদায়ে হতাশ টিম, ইন্ডিয়ার সমর্থক, টিম ম্যানেজমেন্টসহ স্পন্সররাও।
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ সূত্রে জানা যায়, ভারতী ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি বাতিল করতে চাইছে চিনা স্মার্টফোন উত্পাদনকারী সংস্থা ওপ্পো। এনিয়ে ইতিমধ্যেই তারা অফিসিয়াল প্রক্রিয়া শুরু করেছে।
২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হতে চুক্তিবদ্ধ হয় বিবিকে ইন্ড্রাস্টির মালিকানাধীন সংস্থা Oppo। ভারত-চিন ‘মধুর’ সম্পর্কের আবহে চিনা সংস্থার সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি নিয়ে তখনই শুরু হয়েছিল বিতর্ক। ওপ্পোর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই ভারতীয় জাতীয় দল, নারী দলসহ জুনিয়র সব দলের জার্সিতে ঠাঁই পায় Oppo। কিন্তু কী কারণে চুক্তির মেয়াদ শেষের আগেই সরে যাচ্ছে ওপ্পো তা স্পষ্ট নয়।
পিবিএ/ইকে